নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
প্রয়াত জননেতার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তৈমুর প্রধান ও শাকিলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জ-৫ আসনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জের রাজনীতির শিক্ষাগুরু,
গণ মানুষের নেতা নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মে) বাদ জুম্মা এম সার্কাস সংলগ্ন হাজীগঞ্জ শাহী মসজিদে মোঃ তৈমুর প্রধান ও শাকিল খন্দকার এর উদ্যোগে, দোয়া ও মিলাদ নেওয়াজ বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে মরহুম নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার সহধর্মিনী পারভীন ওসমান, পুত্র আজমেরী ওসমান, নাতি আলিফ ওসমান সহ ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থতা ও নেক হায়াৎ কামনা দোয়াটি পরিচালনা করেন হাজীগঞ্জ শাহী জামে মসজিদের হাফেজ কারী মোঃ শহিদুল ইসলাম।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ লাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
দোয়ায় উপস্থিত ছিলেন আরো,পি.সি মামুন,মােঃ সেলিম,গাজী আলম, ইকবাল হেসেন, রফিক, আকিল খন্দকার, শিশির, হালিম বেপারী, আমির হোসেন, সৌখিন, সজল, সুমন ও বাবু।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের আপামর জনসাধারনের নেতা চারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী ছিলাে ৩০ এপ্রিলএউপলক্ষে দিনটি পালনে শুধু সদর-বন্দরই নয় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জেও আয়ােজন করা হয় দোয়া ও কাঙ্গালীভোজসহ নানা অনুষ্ঠান।