নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে অবৈধ ও পরিবেশদূষণকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুহা তাবিলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানকালে সদর উপজেলার তিনটি অবৈধ প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট বৈদ্যুতিক ও গ্যাস মিটার খুলে নেওয়া হয়।
সংযোগ বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠানগুলো হলো- সদর উপজেলার ফতুল্লার ইদ্রাকপুর এলাকার জে কে ফ্যাশন (পূর্ব নাম কর্ণফুলি ডাইং), লাকি বাজার এলাকার মদিনা ডাইং এবং দৌলতপুর কুতুবপুর এলাকার শাহানা অ্যান্ড রুমা কনজ্যুমার প্রোডাক্টস।
এর মধ্যে মদিনা ডাইংয়ের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ একসঙ্গে বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে জে কে ফ্যাশন ও শাহানা অ্যান্ড রুমা কনজ্যুমার প্রোডাক্টসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং পরিবেশ দূষণের সঙ্গে জড়িত ছিল। এ কারণে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর আরও জানায়, নারায়ণগঞ্জে পরিবেশদূষণকারী ও অবৈধ কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।