নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
পটুয়াখালীর দুমকিতে ১৩ বছরের প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুভাষ দেবনাথ (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার পুকুরজোনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ওই শিশুর বাবা মঙ্গলবার রাতে দুমকি থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর দুর্গাপূজার দশমীর দিন ১৩ বছরের বাকপ্রতিবন্ধী শিশুটির বাবা-মা তাকে বাড়িতে রেখে পটুয়াখালী শহরে পূজা দেখতে আসেন। রাত সাড়ে ৮টায় দিকে তারা বাড়ি ফিরে শিশুটিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে আর জাগায়নি। পরের দিন সকালে ঘুম থেকে জেগেই শিশুটি পরিবারকে ধর্ষণের কথা জানায়।
পরে শিশুটির পরিবার পুলিশকে অবহিত করলে বুধবার (৪ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে সুভাষকে গ্রেফতার করে পুলিশ। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযুক্ত সুভাষকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।