নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
শীতের তীব্রতা বাড়ছে, সাথে অসহায় হয়ে পড়ছে ভবকুড়ে আর নিম্ন আয়ের মানুষ। আগামী আরও কিছু দিন এমন পরিবেশ থাকতে পারে বলা হচ্ছে আবহাওয়া অফিস থেকে।
তাই চিন্তার ভাজ পড়েছে এসক মানুষের কপালে।
সকাল থেকে সারাদিনই কুয়াশায় ঢেকে ছিল শিল্পনগরী নারায়ণগঞ্জসহ সারাদেশ। রোববার তিন দিন হয় এই ঘন কুয়াশা। এর সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের চেয়ে আরও খানিকটা কমেছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জে সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রী সেলসিয়াস। সোমবার সেই তাপমাত্রা সর্বনিম্ন ১৩ ডিগ্রিতে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সাথে বৈতে পারে ঘন্টায় ৭ কিলোমিটার ব্যগে ঝড়ো দমকা হাওয়া।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেছেন, রোদের দেখা কাল না–ও মিলতে পারে। পরশু কিছুটা রোদ উঠতে পারে।