নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নিজস্ব প্রতিনিধি- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগরন সংস্থা'র উদ্যোগে নারী উদ্যোক্তা মিলন মেলা ও সম্মাননার আয়োজন করা হয়।
৮ মার্চ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জারগন সংস্থা'র প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ারা মানিক আলো'র সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর খোদেজা খানম নাসরিন, নারী উদ্যোক্তা সানজিদা রহমান মুনমুন,ব্যবসায়ী ও সমাজ সেবক, ওয়াহিদুল ইসলাম মিথুন, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক ইরফান উদ্দিন ইপু।
অতিথিদের আলোচনা শেষে স্ব স্ব পেশায় আত্মনির্ভরশীল কয়েকজন আলোকিত নারী উদ্যোক্তাদের নারী দিবস উপলক্ষে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে অনেক নারী উদ্যোক্তা ও সংগঠনের সদস্যগন উপস্থিত ছিলেন।