নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
মেট্রোরেল এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দল বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মহানগর কমিটির সমন্বয়কারী মো. বিপ্লব খান, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা।
স্মারকলিপি প্রদানকালে তরিকুল সুজন বলেন, “নারায়ণগঞ্জের প্রায় লক্ষাধিক মানুষ প্রতিদিন শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও বিনোদনের জন্য ঢাকায় যাতায়াত করে। এছাড়া মুন্সিগঞ্জ থেকেও প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ নানা কারণে নারায়ণগঞ্জে আসে। অথচ এমআরটি-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া হয়েছে। এটি নারায়ণগঞ্জবাসীর প্রতি অবহেলা ও বঞ্চনা।”
তিনি আরও বলেন, “সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ বাস টার্মিনাল পর্যন্ত যাত্রীপ্রবাহ অনেক বেশি এবং অর্থনৈতিকভাবে লাভজনক। তাই আধুনিক গণপরিবহন ব্যবস্থার আওতায় নারায়ণগঞ্জকে অবশ্যই যুক্ত করতে হবে।”
ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান আলোচনায় একমত পোষণ করে বলেন, “আমরা চেষ্টা করব নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্পে যুক্ত করার। তবে জেলা প্রশাসকের মাধ্যমে সমন্বিত উদ্যোগ নিলে এটি আরও গ্রহণযোগ্য হবে।
তরিকুল সুজন অভিযোগ করেন, ঢাকার নিকটবর্তী নারায়ণগঞ্জ বাদে বাকি পাঁচটি জেলা- ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদীকে মেট্রোরেলের আওতায় আনা হলেও নারায়ণগঞ্জকে বাদ দেওয়া হয়েছে। এটি পরিকল্পিত গণপরিবহন ব্যবস্থাকে অসম্পূর্ণ রাখবে। এ সিদ্ধান্ত নারায়ণগঞ্জবাসীর প্রতি অবহেলা ও ষড়যন্ত্রের অংশ।
তিনি আরও বলেন, যানজট ও পরিবহন সিন্ডিকেট থেকে মুক্তি এবং বাণিজ্য নগরী নারায়ণগঞ্জকে টেকসই নগর হিসেবে গড়ে তুলতে মেট্রোরেল অত্যন্ত জরুরি।