নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় শোডাউন করে সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি পদপ্রার্থী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সরকার বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন।
সোমবার (২১ জানুয়ারী) বিকেলে মহানগরের চাষাঢ়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় সিদ্ধিরগঞ্জ থানা শাখার রিপন সরকারের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে অংশগ্রহণ করেছেন।
দুপুর থেকে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রিপন সরকারের নেতৃত্বে চিটাগাং রোডে জড়ো হতে থাকে। নেতাকর্মীদের নিয়ে বাসযোগে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় গিয়ে মিছিল সহকারে সভা সফল করার লক্ষ্যে কর্মীসভাস্থলে অংশগ্রহণ করেন।