নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলামকে সংবর্ধনা দিয়েছে বন্দর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় বন্দর উপজেলার ঘারমোড়া সমাজ কল্যাণ ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম আসলাম বলেন, “বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাইলে তারেক রহমান মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। বন্দরে ধানের শীষের কোনো বিকল্প নেই। যারা বিএনপির আদর্শে বিশ্বাসী- এখন থেকেই দলের প্রার্থীর পক্ষে মাঠে কাজ শুরু করতে হবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব এহসান উদ্দিন সাগর। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্দর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি প্রার্থী মো. আনোয়ার হোসেন লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক মো. মনির মল্লিক, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম হোসেন, মো. লিটন মিয়া, মো. মজিবুর রহমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বন্দর থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন গৌরবসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিক দলের নেতা আনোয়ার হোসেন, চাঁন মিয়া, তৌহিদ, মামুন, রতন, নাদের, কিরণ, নূরু আমিন, আল-আমিন ও আমির হোসেনসহ শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।