নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বাদ যোহর জেলা কালেক্টরেট জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়ার পূর্বে মুসল্লিদের উদ্দেশে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, জুলাই শহীদদের স্বপ্ন বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত এক ‘নতুন বাংলাদেশ’ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথে দৃপ্ত পদভারে একযোগে সবাই এগিয়ে যাবো—আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার।’
এ উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
শহিদগণের মাগফেরাতের জন্য মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন, এনডিসি তামশীদ ইরাম খান, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি নিরব রায়হান, সেক্রেটারি জাবেদ আলম, মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহফুজ খানসহ সরকারী উর্ধ্বতন কর্মকর্তা, মুসল্লি বৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন, ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মুফতি মুহাম্মদ জামাল হোসাইন।
মিলাদ মাহফিল পরিচালনা করেন, জেলা কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা সমির উদ্দিন ও মুয়াজ্জিন হাফেজ সাইদুজ্জামান।