নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় যুব উন্নয়নের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
প্রাথমিক তদন্তের বরাতে তিনি বলেন, “দুইজন যুবক সাইনবোর্ড যাবার কথা বলে চাষাড়া থেকে সিএনজিচালিত অটোরিকশাটি ভাড়া করেন। জালকুড়ি এলাকায় পৌঁছানোর পর যাত্রীরা তাদের সঙ্গে একজন উঠবেন বলে চালককে থামাতে বলেন।”
“পরে ফোনে কথা বলার অজুহাতে অটোরিকশা থেকে নেমে নিচে দাঁড়ান যাত্রীর ছদ্মবেশে থাকা দুই যুবক। পরে তারা দুʼজন কৌশলে অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যান। কিছু মুহুর্ত পর পেছনের দিকে তাকিয়ে অটোরিকশা চালক দেখেন আগুন জ্বলছে আর যাত্রীরা নেই।”
পরে চালকই স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভার কিন্তু ততক্ষণে সিএনজির ছাউনি আর পেছনের আসনটি পুড়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ঘটনার সঙ্গে জড়িতরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে সন্দেহ পুলিশের।
তিনি আরও বলেন, ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জ থানা এলাকার অধীন হওয়াতে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে ওই থানা পুলিশ।
এদিকে, রাজনৈতিক কার্যক্রম পরিচালনা নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগের ঘোষিত “ঢাকা লকডাউন” কর্মসূচি ঠেকাতে নারায়ণগঞ্জ শহরে মিছিল করেছে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সন্ধ্যার পর থেকে রাত দশটা পর্যন্ত বিএনপির কয়েকটি আওয়ামী লীগ বিরোধী মিছিল দেখা যায় শহরে।
আওয়ামী লীগের বিরুদ্ধে মশাল হাতে মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। রাত নয়টার পর তারা মিছিল বের করেন।
বিএনপি ও এনসিপি যখন মিছিল করছিল তখন কয়েক কিলোমিটার দূরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে সিএনজিচালিত অটোরিকশায় আগুনের ঘটনা ঘটে।