নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-২ আসন বাদে বাকি চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান দ্বিতীয় ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মনোনীত প্রার্থীরা হলো: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জেলা সভাপতি মো. নাহিদ, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে মহানগর সভাপতি মোহাম্মদ আরিফ ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ওয়াহিদুর রহমান মিলকি, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জেলা কমিটির দপ্তর সম্পাদক ওয়াশিম উদ্দিন।
জেলা সভাপতি মো. নাহিদ জানান, “প্রথম ধাপে নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় ধাপে ১, ৪ ও ৫ আসনের প্রার্থী ঘোষণা করা হলো। নারায়ণগঞ্জ-২ আসনের জন্য যোগ্য প্রার্থী বেছে নেওয়া হচ্ছে।”