নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে। দেশের মানুষ এখন সত্যিকারের গণতন্ত্রের পথে এগোচ্ছে। যেমন ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনি ২০২৪ সালে রক্ত ও ত্যাগের মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধার করেছি। আমাদের ভোটার অধিকার ভোটের মাধ্যমে আদায় করতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে এনেছি, এখন গণতন্ত্রকে ধরে রাখতে ধানের শীষে ভোট দিয়ে জয়লাভ করতে হবে।”
রবিবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী বাজার এলাকায় ১০নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘরে বসে থাকলে চলবে না। সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে। ভোটের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচনী আসনে বিএনপি প্রার্থীদের জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটারদের সম্মান দিতে হবে, ভালোবাসা ও বিনয়ের মাধ্যমে তাদের মন জয় করতে হবে। একমাত্র যোগ্য দলই বিএনপি। তাই ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন।”
সভায় উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, সাধারণ সম্পাদক জামাল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সহ-সভাপতি মোস্তফা কামাল, শহরের নেতৃবৃন্দ সেলিম মাহমুদ, ডি.এইচ. বাবুল, অ্যাড. মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।