নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৪ আসনের দশ দলীয় জোটের প্রার্থী আব্দুল আল আমিন বলেছেন, “ফতুল্লা একটি জলাবদ্ধতাকবলিত এলাকা। সামান্য বৃষ্টি হলেই মানুষকে নৌকা নিয়ে চলাচল করতে হয়। এই যুগে এসেও এমন পরিস্থিতি লজ্জাজনক। এক পাশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, আরেক পাশে ঢাকা সিটি করপোরেশন, এই দুই মহানগরের মাঝখানে থেকেও ফতুল্লার এই করুণ অবস্থা। এর জন্য দায়ী এই এলাকার জনপ্রতিনিধিরা। তারা শুধু আশ্বাস দিয়েছে, বাস্তব কোনো কাজ করেনি।”
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ফতুল্লায় দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “এই এলাকায় আমাদের দরকার কাজের মানুষ। কোনো ধরনের গডফাদার, সন্ত্রাসী বা চাঁদাবাজ আমরা দেখতে চাই না। আমরা চাই নীতিবান, সৎ ও দায়িত্বশীল জনপ্রতিনিধি, যারা এলাকার উন্নয়নে কাজ করবে, মানুষের জন্য কাজ করবে এবং নাগরিকদের প্রকৃত মর্যাদা নিশ্চিত করবে।”
নারায়ণগঞ্জের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “নারায়ণগঞ্জকে পরিবর্তনের পথে নিয়ে যেতে হবে। এই জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত এবং সন্ত্রাসকবলিত জনপদে পরিণত হয়েছে। এই দুই সমস্যারই পরিবর্তন জরুরি। আমরা নারায়ণগঞ্জকে আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। নাগরিকদের জন্য সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
তিনি বলেন, “এই পরিবর্তনের যাত্রায় আমরা আগে অবহেলিত এলাকাগুলোতেই প্রবেশ করেছি। কারণ এখানকার মানুষের কষ্ট সবচেয়ে বেশি, তাদের সমস্যাগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত।”
এদিন আব্দুল আল আমিন ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদ, বাজার চৌধুরীবাড়ি, লালপুর ও আলামিনবাগ এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান। প্রচারণাকালে তার সঙ্গে জামায়াতে ইসলামীসহ দশ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।