নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
শোক সংবাদ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের জেলা নাজির মোঃ কামরুল ইসলাম এর চাচা বীর মুক্তিযোদ্ধা হাজী শফিউদ্দিন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায় যে,মঙ্গলবার ( ২১ জানুয়ারী) বিকাল ৪ ঘটিকার সময় তিনি বন্দরের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মরদেহ বন্দর উপজেলা প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রীয় ভাবে সম্মাননা জানান। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড বন্দর শাখা কমিটি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বাদ এশা মরহুমের নামাজে জানাজা শেষে মৃত দেহ দাফন করা হয়। মৃত্যু কালে তিনি তার পরিবারের লোকজন সহ অনেক আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
মরহুমের পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা নাজির কামরুল ইসলাম তার চাচার আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন।