নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
বাংলা নববর্ষ উপলক্ষে ফুটবল, ঘুড়ি উৎসব, লাটিম, হাঁড়িভাঙা, কাবাডিসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। মঙ্গলবার (১৫ এপ্রিল) ইসদাইরের ওসমানী স্টেডিয়ামে এবং সন্ধ্যায় বন্দর স্টেডিয়াম মাঠে এসব খেলাধুলার আয়োজন করা হয়।
বিএনপির আয়োজনে ৯টি ওয়ার্ডের নেতাকর্মী ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোর, যুবকসহ নানা বয়সী মানুষ খেলায় অংশগ্রহণ করেন। বিকেল থেকে ঘুড়ি ও লাটিম খেলা, হাঁড়িভাঙা এবং গোল দেওয়া খেলার মাধ্যমে দিনভর মাঠ ছিল উৎসবমুখর। সন্ধ্যায় আয়োজিত কাবাডি খেলাটি আকর্ষণ করে বিপুল দর্শক।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান'র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আজকের প্রজন্ম যাতে মাঠে নামে, খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ থাকে, সেটাই আমাদের উদ্দেশ্য। জড়তা দূর করতে হবে, মা-বাবারা যেন তাদের সন্তানদের মাঠে খেলতে উৎসাহ দেন।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে শুধু নারায়ণগঞ্জ নয়, সারাদেশে প্রতিটি থানা ও ওয়ার্ডে এই ধরনের আয়োজন করা হচ্ছে। আমরা ঐতিহ্যবাহী হারানো খেলাগুলোকে বর্তমান প্রজন্মের কাছে ফিরিয়ে আনতে চাই।”
আবু আল ইউসুফ খান টিপু বলেন, “আমরা চাই আমাদের সন্তানেরা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপসংস্কৃতি থেকে দূরে থাকুক। সেই লক্ষ্যেই এ আয়োজন। আজ খেলাধুলা, এর আগের দিন ছিল বৈশাখী শোভাযাত্রা—সবই আমাদের জাতীয় ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াস।”
তিনি জানান, মহানগর বিএনপির আওতাধীন প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের আয়োজন চলমান থাকবে।