আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। এ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ ইফতেখার আলম খোকন এক বানীতে দেশ ও দেশের বাইরে বসবাসরত সব বাংলাদেশীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার ১৩ (এপ্রিল) রাতে "নিউজ ২৪ নারায়ণগঞ্জ এ পাঠানো এক বানীতে কাউন্সিলর খোকন এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বানীতে কাউন্সিলর হাজী মোঃ ইফতেখার আলম খোকন বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির জীবনে একটি পরম আনন্দের দিন। আনন্দঘন এ দিনে আমি আমার ওয়ার্ডবাসীসহ দেশে ও দেশের বাইরে বসবাসরত সব বাংলাদেশীকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাঙালি জাতির ঐতিহ্য প্রধান অঙ্গ পহেলা বৈশাখ। নতুনে বার্তা নিয়ে বেজে ওঠে আগমনি বার্তা। দুঃখজরা, ব্যর্থতাও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে মহানন্দে। পহেলা বৈশাখের মাঝে বাঙালি খুজে পায় নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার স্বরুপ। বৈশাখ শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জরিয়ে আছে আমাদের আত্মবিকাশ ও বেড়ে ওঠার প্রেরণা। আমার ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।