নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বাদ মাগরিব কলাগাছিয়া ইউনিয়নের ৪নং হাজরাদি চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সজিব খন্দকার ও জনি খন্দকারের যৌথ সঞ্চালনায় আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও তিনবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুগদা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন ভূঁইয়া।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জনগণের জন্য তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা আক্তার, বন্দর থানা জাসাসের সভাপতি ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান মতিন, সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, কাউন্সিলর সুলতান আহমেদ, সহিদ হোসেন, মো. নজরুল ইসলাম রিপন, আনোয়ার হোসেন, সাইফুদ্দিন ইসলাম, নিপন খন্দকার, আলী নওশাদ, আনোয়ার তুষার, ফারুক চৌধুরী, আশরাফ উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।