নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আপত্তিকর বক্তব্যের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দল। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, গত কয়েক মাসে বিভিন্ন সময়ে মুফতি মনির হোসাইন কাসেমীর কিছু বক্তব্য ও কর্মকা-ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য। এ বিষয়ে তাকে ইতোপূর্বে সাংগঠনিকভাবে মৌখিক সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি। বরং আগের মতোই তিনি বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন।
এ পরিস্থিতিতে কেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১০ দিনের মধ্যে দলের সভাপতির বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে বা জবাব সন্তোষজনক না হলে পরবর্তীতে তার বিরুদ্ধে যে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ বিষয়ে ফোনে প্রতিক্রিয়া জানতে চাইলে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “কোন বক্তব্য বা আচরণের কারণে আমাকে শোকজ করা হয়েছে তা চিঠিতে উল্লেখ নেই। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না। দল যেহেতু শোকজ দিয়েছে, তাহলে অবশ্যই কোনো বিষয়ে তারা নাখোশ হয়েছে। বিষয়টিকে আমি স্বাভাবিকভাবেই নিচ্ছি। দলের সঙ্গে কথা বলব এবং শোকজের জবাব দেব।”