নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কে পণ্যবাহী কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে জীবন চন্দ্র (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে চানমারি মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জীবন চন্দ্র লালমনিরহাট জেলার বাসিন্দা এবং ফতুল্লার ফেয়ার অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, চাষাঢ়া থেকে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, নিহতের বড় ভাই লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।