নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রয়াত যুবনেতা মমিন উল্লাহ ডেভিডের ২১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক বিশাল স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) শহরের হোসিয়ারী সমিতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
প্রয়াত নেতার ভাগিনা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াতুল ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিলনায়তনজুড়ে ছিল শ্রদ্ধা, স্মৃতিচারণ আর আবেগের এক ভাবগাম্ভীর্য পরিবেশ।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ আবেগময় কণ্ঠে বলেন, “আজ আমি কোনো নির্বাচনী প্রচারণায় আসিনি। আমি এসেছি আমার প্রিয় বন্ধু, জাতীয়তাবাদী শক্তির প্রাণ মমিন উল্লাহ ডেভিডের স্মরণে। বহু বছর আগে সে আমাদের ছেড়ে চলে গেলেও তার আদর্শ ও স্মৃতি আজও আমাদের একত্রিত রাখে।”
বন্ধুবৎসল ডেভিডের স্মৃতিচারণ করে তিনি বলেন, “ডেভিড শিখিয়ে গেছে বন্ধুত্ব কতটা গভীর হতে পারে। মান-অভিমান বা ভুল বোঝাবুঝি হলেও তার কাঁধে হাত রাখা আর প্রাণোচ্ছল হাসিতে সব নিমিষেই দূর হয়ে যেত। তার সেই মানবিকতা আজও আমাদের হৃদয়ে অম্লান।”
গত ১৭ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মাসুদুজ্জামান বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি ডেভিডের মতো একজন সাহসী, ত্যাগী ও সংগঠক নেতার অভাব। তিনি থাকলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং তরুণদের সংগঠিত করা আরও সহজ হতো। আমি কথা দিচ্ছি, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মমিন উল্লাহ ডেভিডের মতো ত্যাগী নেতাদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করা হবে।”
সভায় বক্তারা মমিন উল্লাহ ডেভিডকে ‘সংগঠনের প্রাণ’ হিসেবে অভিহিত করে বলেন, সংকটময় মুহূর্তে তিনি সবসময় কর্মীদের আগলে রাখতেন। রাজনৈতিক হয়রানি উপেক্ষা করে গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন আপোষহীন। তার নেতৃত্বগুণ ও কর্মস্পৃহা আজও তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস।
স্মরণসভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, ফাতেহ মো. রেজা রিপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।
এছআরও উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা ও মহানগর যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দিন, আলহাজ্ব আতাউর রহমান মুকুল, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, হাজী ফারুক হোসেন, মাহাবুবু উল্লাহ তপন, মো. আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, ফারুক আহম্মদ রিপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলুসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ।
অনুষ্ঠান শেষে প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যও প্রার্থনা করা হয়।