নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
মোঃ মিঠুন মিয়া:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ সাংবাদিক ও ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় ছুটে গেছেন সাবেক ছাত্রদল নেতা জহির আহমেদ আহমেদ সোহেল।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মোঃ আবু জাফর আহমেদ বাবুলের নির্দেশে তার আপন ছোট ভাই সাবেক ছাত্রদল নেতা জহির আহমেদ সোহেল ফতুল্লায় চিকিৎসাধীন আলামিন প্রধানকে দেখতে যান তিনি। এ সময় সোহেল তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন।
সাংবাদিকের শয্যার পাশে দাঁড়িয়ে জহির আহমেদ সোহেল বলেন, “একজন সাংবাদিক সমাজের দর্পণ। তাঁদের সুস্থতা ও নিরাপত্তা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আমার ভাই আবু জাফর আহমেদ বাবুল তিনি সাংবাদিক আলামিন প্রধানের অসুস্থতার কথা শুনে ফলমুল ও কিছু আর্থিক সহযোগিতা দিয়ে আমাকে খোঁজ খবর নিতে পাঠিয়েছেন এবং তিনি বলেছেন সাংবাদিক আলামিন প্রধান সুস্থ হওয়ার আগ পর্যন্ত যাবতীয় ঔষধসহ চিকিৎসা খরচ তিনি বহন করবেন। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, আলামিন প্রধান যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
উপস্থিত বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও অসুস্থ সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সাংবাদিক সমাজের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।