নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ হেনা আক্তার (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ডের ভূঁইয়া প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত হেনা আক্তার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাবো দক্ষিণপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের স্ত্রী এবং মৃত হারুন হাওলাদারের মেয়ে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার “খ” জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই আফজাল শাহীন, এসআই মো. সোহেল মিয়া এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে হেনা আক্তারকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আটককৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।