নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জুলাই আন্দোলনে আহত বীর রুবেল মিয়ার পাশে দাঁড়িয়েছেন। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে রুবেলের হাতে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন মানবিক এই কর্মকর্তা। এসময় আবেগাপ্লুত রুবেল জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে রুবেল ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলিতে গুরুতর আহত হন। তার বাম চোখ, মাথা ও শরীরে গুলি বিদ্ধ হয়। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও সেনাবাহিনীর হাসপাতালে (সিএমএইচ) তার জটিল অস্ত্রোপচার হয়। পূর্বে পূবালী ব্যাংকের মার্কেটিং বিভাগে কর্মরত রুবেল আহত হওয়ার পর ছয় মাস ধরে বেকার। বিভিন্ন দপ্তরে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি।
রুবেল বলেন, জেলা প্রশাসক স্যার আমার কষ্ট শুনে সঙ্গে সঙ্গে সহায়তা দিলেন। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আরও বড় হয়েছেন এবং অসহায়দের পাশে দাঁড়ান।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, জুলাই বীরদের মতো সাহসী মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। তাদের জন্য কাজ করতে পারাটা আমার জন্য তৃপ্তির।
জুলাই আন্দোলনের আহতদের পাশে দাঁড়ানো এই মানবিক উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর কাছে প্রশংসা কুড়িয়েছে।