নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মুশিউর রহমান।
তিনি বলেন, ভিটামিন 'এ' এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলায়ও পালন করা হবে। এই দিন ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (১লক্ষ আই,ইউ) ও ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (২লক্ষ আই,ইউ) খাওয়ানো হবে। শিশুকে জন্মের ৬ (ছয়) মাস পর্যন্ত বুকের দুধ পান করাতে হবে এবং শিশুর বয়স ৬ মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলায় (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যতিত) ৬-১১ মাসের ৪০,১৪৩ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (১,০০,০০০ আই ইউ) এবং ১২-৫৯ মাস বয়সের ২,৮৬,২১৭ জন শিশুকে ১টি লাল রংঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (২,০০,০০০ আই ইউ) খাওয়ানো হবে। অত্র জেলায় (সিটি করপোরেশন ব্যতিত) স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র ১০৫৬টি, প্রতি কেন্দ্রে মোট ২ জন (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীসহ), শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
টিকা কেন্দ্রে সরকারী, বেসরকারী সংস্থার কর্মীদের অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য অফিস প্রধানদের অনুরোধ জানানো হয়েছে। জেলার সকল মসজিদের ইমামদের জুম্মার নামাজের খুৎবা পাঠের আগে ও অন্যান্য সময় মসজিদে আগত মুসল্লীদের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর বিষয়ে অবহিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইতিমধ্যেই পত্র দ্বারা অবহিত করেছেন। এ ছাড়া জরুরী পরিস্থিতি মোকাবেলার জন্য নারায়ণগঞ্জ ৩০০শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং প্রতিটি উপজেলা হাসপাতালে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। ভিটামিন 'এ' ক্যাপসুল নিরাপদ। এতে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার তেমন কোন ঝুঁকি নেই।
জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ একেএম মেহেদী হাসান।
সভায় অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ শিল্পী আক্তার, জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের এমটি (ইপিআই) অলক রহমান, মোঃ আনোয়ার হোসেন ও শওকত জামান প্রমূখ।