নিউজ ২৪ নারায়ণগঞ্জ: গত ৩ ই মে রোজ শনিবার নারায়নগঞ্জ জেলা শিল্প কলায় মহড়া কক্ষে এই কমিটি গঠন করা হয়েছে । আমরা আরও জানতে পারি জনেজন নাট্য সম্প্রদায় এর বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মরহুম বাহাউদ্দীন বুলু সাহেবের করে যাওয়া সর্বশেষ কমিটিকে প্রধান্য দিয়েই কমিটি গঠিত হয়েছে । জনাব মহিউদ্দিন খোকার সভাপতিত্বে উপস্থিত সকল সদস্যদের প্রান খোলা বক্তব্য ও পরে সবার সম্মতিক্রমে নতুন কমিটি গঠন হয় । সিনিয়র সদস্য ও পরিচালক মোঃ হারুন অর রশিদ বলেন আশা করি ভাল, ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন আমাদের প্রানের সংগঠন " জনেজন নাট্য সম্প্রদায় এর ২৫/২৬ এর জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে । গত কাল ৩/৫/২৫ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলা শিল্প কলার মহড়া কক্ষে সমস্ত সদস্যদের উপস্থিতির উপর ভিত্তি করে এই কমিটি গঠন করা হয় । এতে আপনাদের মতামতকেই প্রাধান্য দেয়া হয়েছে । আমি আশা করি আপনাদের কোন দ্বিমত নেই । বর্তমান কমিটির সভাপতি মহিউদ্দিন খোকা ও সাধারণ সম্পাদক এস এম সাজিম আহমেদ বলেন, আপনাদের জানানো যাচ্ছে যে আমাদের প্রানপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই এই সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সংগঠন এর সাধারণ সম্পাদক ছিলেন । আজ তিনি গত হয়েছেন অর্থাৎ মারা গেছেন প্রায় এক বছর হয়ে গেল। মহান আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুক । কিন্তু তিনি রেখে গেছেন নাট্য চর্চার জন্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ভুক্ত সংগঠন জনেজন নাট্য সম্প্রদায়, যা আজ নারায়ণগঞ্জের বুকে সাহসের সাথে বিচারন করছে তার রেখে যাওয়া নিজ হাতে গড়া নাট্যকর্মীদের ধারা । আজ থেকেই আমরা শ্বপত করবো সবাই দ্বিধা ধন্ধ ভুলে জনেজন নাট্য সম্প্রদায়কে আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় আমরা সবাই সেই চিন্তাই করবো। বুলু ভাই এর প্রতি শ্রদ্ধা রেখেই বলবো কেউ যেন বলতে না পারে তিনি নেই, তার সংগঠনও নেই । তিনি মৃত্যুর আগে ২৩/২৪ ইং সাল একটি কমিটি করেছিলেন, সেটাই ছিল তার শেষ কমিটি । তাই আমরা সবাই একটি সিদ্ধান্তে একমত হয়েছি যে সেই কমিটিকে প্রাধান্য দিয়েই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । আপনাদের আরও জানার জন্য বলছি, পুরাতন কমিটিতে মোট ১৭ জন নাট্যকর্মী ছিল, সেখান থেকে দুই জনকে নিজ কর্মকান্ড বিশ্লেষণ করে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সকলের মতামত নিয়ে বাদ দেয়া হয়েছে । ১/ কেয়া রহমান ২ সারোয়ার খান । বাকী থাকে ১৫ জন। মোট মিটিং এ উপস্থিত ছিলেন ১২ জন। সুতরাং ১২ জন উপস্থিত হওয়ায় আমাদের কোরামপূর্ন হয়েছে । আমাদের গঠন তন্ত্র অনুযায়ী কোরামপূর্ন হলেই যেকোনো সিদ্ধান্ত নিতে পারবো, সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিমার্জন করতেও পারবো। সেই সূত্র ধরেই কমিটি করা হয় । কমিটিতে কেয়া রহমান কে সাধারন সদস্য রাখা হয়েছে । কারা কারা আছেন নতুন কমিটিতে তাদের নাম নিম্নে দেয়া হলো সভাপতি মহিউদ্দিন খোকা, সিনিয়র সহ-সভাপতি মোতালেব হোসেন, কার্যকরী সহসভাপতি মোস্তফা কামাল , সাধারণ সম্পাদক এস এম সাজিম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া কাজল , সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, কোষাধ্যক্ষ লিটন মুন্সী দপ্তর সম্পাদক উজ্জ্বল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জেয়াসমিন আক্তার ডলি , প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন।
সদস্য হারুন অর রশিদ , হেলাল, সাগর, সাদ্দাম, নুসরাত, মাসুদ, নিপা বেগম, শরিফুর রহমান প্রমুখ।