নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ গণমানুষের নেতা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান শারিরীকভাবে অসুস্থ হয়ে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাসিক ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দিদার খন্দকার।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এক বিবৃতিতে মোঃঁ দিদার খন্দকার দেশবাসীর কাছে এই দোয়া প্রার্থনা করেন।
দিদার খন্দকার বলেন, আমাদের নারায়ণগঞ্জবাসী জনপ্রিয় নেতা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ভাই শারীরিকভাবে অসুস্থ হয়ে একটি হাসপাতালে ভর্তি আছেন। আমি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসী সহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, আল্লাহপাক যেনো জাকির খান ভাইকে দ্রুত সুস্থতা দান করেন এবং পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্ত কামনা করা হয়।
উল্লেখ্য, ১৬ অক্টোবর বৃহস্পতিবার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জননেতা জাকির খান অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়।