নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ম্যাকলিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে সোমবার (৪ আগস্ট) শহরের চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি ম্যাকলিন। অভিযোগ রয়েছে, আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে চাষাঢ়ায় ছাত্র-জনতার উপর অস্ত্র নিয়ে হামলা চালান ম্যাকলিন ও তার সহযোগীরা। এই হামলার ঘটনায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ম্যাকলিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশনের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ম্যাকলিনকে গ্রেপ্তার করেছে।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ম্যাকলিন একবার গ্রেপ্তার হয়েছিলেন, তবে পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।
উল্লেখ্য, জুলাই মাসের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের চাষাঢ়া, মিশনপাড়া, জালকুড়ি এবং সাইনবোর্ড এলাকা উত্তপ্ত ছিল। সেসময় আন্দোলনকারীদের উপর হামলা ও সংঘর্ষের একাধিক ঘটনা ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।