নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব “শুভ বড়দিন-২০২৫” উদযাপন উপলক্ষে জেলা পুলিশের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলার বিভিন্ন গীর্জা প্রতিনিধিদের।
রোববার (২১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
তিনি বলেন, “বড়দিন উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। এবারের বড়দিন উৎসবমুখর পরিবেশে হবে। জেলা পুলিশ এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে।”
সভায় উপস্থিত ছিলেন ফাদার বিপুল ডেভিড দাস, বিকাশ সাংমা, রিচার্ড সৌরভ দেউড়ী, পিন্টু পলিকাপ পিওরিফিকেশন, সন্তোষ রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিবৃন্দ।
সভায় বড়দিনের প্রাকৃতিক নিরাপত্তা, ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার কার্যক্রম এবং স্থানীয় আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।