নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরীর ১৭নং ওয়ার্ডের জল্লারপাড় এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয়রা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করেন।
যুবদল নেতা মো. মেহেদী হাসান মুনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু।
তিনি বলেন, নানা নির্যাতন শিকার ও ত্যাগ করেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। তিনি দেশবাসীকে ছেড়ে যাননি। দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নিতে সামনের দিনগুলোতে তাকে একান্ত প্রয়োজন। আমরা দেশনেত্রীর সুস্থতার জন্য মুখিয়ে আছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মুস্তাকীম শিপলু, সদর থানা বিএনপির সহসভাপতি শেখ সেলিম, ১৭নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি কামরুজ্জামান বাবু, মো. আলী, সাধারণ সম্পাদক কাজী নাঈম, ১৭নং ওয়ার্ড জাসাসের সভাপতি ইকবাল বাবু, যুবদল নেতা আমীর হোসেন, বিএনপি নেতা মমিনুল হক পলাশ, সামছুল আলম, বিল্লাল বেপারী, সোলায়মান গাজী, শামীম, মিঠুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।