নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
প্রেসবিজ্ঞপ্তিঃ নবিন প্রবীণ কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ১৩ অক্টোবর ঢাকার বাশিকপ মিলনায়তনে সংগঠনের ১২তম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শতাধীক কবি সাহিত্যিক ছড়াকারদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে কাব্যকথা সাহিত্য উৎসব-২০২৪। এ আয়োজনে ছিলো সাহিত্য বিষয়ক আলোচনা, কবিতা-ছড়া-পুঁথিপাঠ-আবৃত্তি ও গুণীজন সম্মাননা প্রদান।
কবি ও কথাশিল্পী আরিফ মঈনুদ্দীনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি জালাল খান ইউসুফীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাংলাভাষার ৮০’র দশকের অন্যতম কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন আশির দশকের অন্যতম কবি শাহীন রেজা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী বিশিষ্ঠ ছড়াশিল্পী ও শিশুসাহিত্যিক সোহেল মল্লিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কামরুজ্জামান, কবি আসাদ কাজল, কবি লিন্ডা আমিন, ও কবি আফসার নিজাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক কবি সৈয়দ রনো। কাব্যকথা কুমিল্লা জেলা সভাপতি কবি আবদুল কাউয়ূম। রাজবাড়ী জেলা সভাপতি কবি স.ম রশিদ আল কামাল, ওসমানীনগর উপজেলা সভাপতি কবি মোহাম্মদ আরজু মিয়া।
সংগঠনের সহসাধারণ সম্পাদক কবি রোকসানা মহুয়া ও সাহিত্য সম্পাদক সৈয়দা হাবীবা মুস্তারীনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি কবি ডা. আতিয়ার রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি শিবির আহমেদ লিটন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবি শফিকুল ইসলাম আরজু, কবি ও কথাশিল্পী মাজেদা রফিকুন নেছা কেন্দ্রীয় নির্বাহী সদস্য কবি আনিসুল হক হীরা, সাবেক সহসাধারণ সম্পাদক কবি সালাম মাহমুদ।
এ সময় স্বরচিত কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান পলাশ, আবৃত্তিশিল্পী শিমুল পারভীন, আবৃত্তিশিল্পী সালমা সালু ও মায়ারাজ।
কাব্যকথা সাহিত্য পরিষদ সম্মাননায় ৯ জন ভূষিত হয়েছেন, এরা হলেন কথাশিল্পী ইঞ্জিনিয়ার বি এম এরশাদ, শিক্ষাবিদ জালাল আহমদ চৌধুরী, ছড়াকার রেজাউল রেজওয়ান, নাট্যকার মোহা: আনতানূর হক, কথাশিল্পী শামীমা আক্তার শিউলী, কবি আবদুল কাইয়ূম, কবি পারভীন আমীন, কবি উদয়ন বড়ুয়া ঝুনটু, সাংবাদিক মো: লিমন হোসেন।
উৎসব মুখর এ আয়োজনে উপস্থিত সাহিত্যিকদের মধ্য থেকে কথা-কবিতা-গান ও ছড়া পাঠ করেন কবি মালেক মাহমুদ, কবি মুনিরুল ইসলাম, কবি ওয়াহীদ আল হাসান, কবি মিযানুর রহমান জামীল, ছড়াশিল্পী শিবুকান্তি দাস, কবি বান্দা হাফিজ, কন্ঠশিল্পী অর্পা, কবি আবদুস সালাম চৌধুরী, কবি লিলি হক, কবি শামীমা আক্তার শিউলী, কবি লিটন সিদ্দিকী, কবি রলি আক্তার, কবি খান মাহমুদ, কবি অনন্ত রিয়াজ, কবি মাহমুদ নোমান, কবি দেলোয়ার হোসেন রাতুল, কবি সাইদুর রহমান, এস, এ বিপ্লব, কবি মতিয়ারা চৌধুরী মিনু, কবি রেজা কারিম, কবি মো: রিয়াজুল হক, কবি শাহীন ওমর, শফিকুল ইসলাম বিক্রমপুরী, কবি পারভীন আমিন, কবি শ্যামলী মন্ডল, কবি ইব্রাহীম খলিল, কবি জয়নুল আবেদীন জয়,শুক্কুর মাহমুদ জুয়েল, কবি মতিহার, কবি রাসেল রবি, কবি রিয়াজুল ইসলাম প্রমূখ।