নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতির জন্মদিন ও বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাসিক ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা।
এক শুভেচ্ছা বার্তায় কাউন্সিলর দিনা বলেন,সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি আপার আজ জন্মদিন ও বিবাহ বার্ষিকী। ফেসবুকে তার সাথে পরিচয়।প্রথম প্রথম আমরা ফেসবুক ফ্রেন্ড হওয়ার পর আমি তার কার্যক্রম গুলো বেশ মনোযোগ সহকারে দেখতাম।বিশেষ করে মধ্য প্রাচ্য থেকে নারী নির্যাতিত গৃহ কর্মীদের ফিরিয়ে আনা নিয়ে তার যে যুদ্ধ তা দেখে আমি রীতিমতো তার ফ্যান হয়ে যাই।মনে মনে বলতাম সাব্বাশ সাহসী নারী তাও আবার আমাদের নারায়ণগঞ্জ এর।মাঝে মাঝে টুকটাক কথা হতো মেসেন্জারে। কথা বলতে গিয়ে বুঝতে পারলাম ওনি সবাইকেই মনে হয় বিশ্বাস করে মনের সব কথা বলে দেয় এবং প্রচুর আবেগী মানুষ।একদিন নারী দিবস নিয়ে আমাকে নিয়ে প্রোগ্রাম করবে।যেই কথা সেই কাজ এই প্রথম ওনার সাথে আমার সামনাসামনি কথা বলা।তারপর ধীরে ধীরে আমরা কবে যে প্রফেশনাল জিবন থেকে বের হয়ে বোন হয়ে গেলাম বুঝতেই পারিনাই।
আজ আমার এই বোনটির জন্মদিন,, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর সাথে বিবাহ বার্ষিকীর ও শুভেচ্ছা। আর একটা ফুটফুটে বাবু আমার বোনটির কোল জুড়ে আসুক এই একটাই দোয়া মহান আল্লাহপাক রাব্বুল আলামীনের দরবারে করি এবং তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি।