নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নিজস্ব সংবাদদাতা// ইউনিক লার্নিং জোনের ৭ম বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতী নগরীর মাসদাইরে মেরিডিয়ান লাউঞ্জ চাইনীজ এন্ড পার্টি সেন্টারে নয়াপাড়াস্থ ইউনিক লার্নিং জোনের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, ক্রেষ্ট বিতরণ, সঙ্গীতানুষ্ঠান ও গেম শোর জমকালো আয়োজন করা হয়।
ইউনিক লার্নিং জোনের প্রতিষ্ঠাতা সাবেক কিন্ডার কেয়ার স্কুলের শিক্ষিকা মেহনাজ আক্তারের সভাপতিত্বে ও তারেক উল্লাহ সজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের স্থায়ী সদস্য বিশিষ্ট সংবাদ, মানবাধিকার ও নাট্যকর্মী এবং সংগঠক এম আর হায়দার সৈকত রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর সংগঠক ও মেরিডিয়ান লাউঞ্জের সহ-প্রতিষ্ঠাতা ফয়সাল আহাম্মদ দোলন, বর্ণালী টেক্সটাইলস লিমিটেডের সিনিয়র ম্যানেজার(একাউন্টস) সজিব উল্লাহ্ সাজু, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৯৭ এর প্রতিনিধি খালেদুর রহমান উজ্জ্বল, গনবিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক জামিল হোসেন ও জিনিয়াস টিউটোরিয়াল হোমের প্রতিষ্ঠাতা খোকন মৃধা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক রানা শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে যার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি পরিবার থেকে শুরু করে সামাজিক দায়িত্ব পালনে নিজেকে সম্পৃক্ত করতে হবে। একজন প্রকৃত দেশপ্রেমিক হওয়ার মাধ্যমে দেশবাসীর কল্যাণে আগামী দিনে যার যার অবস্থান থেকে কাজ করার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। ইউনিক লার্নিং জোনের শিক্ষা কার্যক্রম আগের চাইতে আরো গঠন মূলক, শিক্ষা সহায়ক এবং বাস্তবমুখী হিসেবে গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি প্রাক্তন শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্বরূপ ক্রেস্ট তুলে দেন।
গত ১০ জানুয়ারী শুক্রবার রাতে ইউনিক লার্নিং জোনের এই জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্ব শেষে প্রধান অতিথিকে সাথে নিয়ে অন্যান্য অতিথিবৃন্দ ও আয়োজকরা কেক কেটে ৭ম বর্ষপূর্তির শুভ সুচনা করেন। পরে সঙ্গীতানুষ্ঠান, গেম শো ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।