নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়নের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজ এক বিশাল জনসভা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, ক্রীড়ানুরাগী এবং নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ। কলাগাছিয়া ইউনিয়নবাসীর আয়োজনে এই সভা স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।
বন্দর থানা কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মাসুদুজ্জামান মাসুদ তার বক্তব্যে কলাগাছিয়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।
মাসুদুজ্জামান মাসুদ তার বক্তব্যে বলেন, “কলাগাছিয়ার মানুষের ভালোবাসা ও উপস্থিতিই প্রমাণ করে-এই এলাকার মানুষ পরিবর্তন চায়, চায় ন্যায়ের রাজনীতি এবং এমন নেতৃত্ব, যে মানুষের সুখে-দুঃখে পাশে থাকবে। আমি রাজনীতি করি মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। রাজনীতি আমার কাছে মানুষের আস্থা ও দায়িত্বের প্রতীক। আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সম্মানের রাজনীতি।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কলাগাছিয়ার মানুষ গ্যাস সংকটে ভুগছে এবং এই সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। কদম রসূল সেতুকে বন্দর ও সদর অঞ্চলের লাখো মানুষের স্বপ্ন উল্লেখ করে তিনি এর দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। তার মতে, এই সেতু নির্মিত হলে নারায়ণগঞ্জের অর্থনীতি, যোগাযোগ ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি সদর ও বন্দরের মধ্যে কোনো পার্থক্য দেখেন না এবং সমগ্র নারায়ণগঞ্জের প্রতিটি মানুষের জন্য সমান উন্নয়নের অঙ্গীকার করেন। মাসুদুজ্জামান মাসুদ একটি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, শান্তি, উন্নয়ন ও শিক্ষার কেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তোলার স্বপ্ন দেখান।
সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফয়সাল মাহমুদ সাগর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, বন্দর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন, বন্দর উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম হোসেন, কলাগাছিয়া ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল, কলাগাছিয়া ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জুয়েল, কলাগাছিয়া ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোতালেব, কলাগাছিয়া ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আরাফাত, বন্দর উপজেলা কৃষকদলের সভাপতি মো. ফারুক, মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক জহিরুল ইসলাম জয়, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত রানা, যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল, এবং কৃষকদলের সভাপতি এনামূল খন্দকার স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপন, হাজী ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, শহিদুল ইসলাম রিপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, মো. ফারুক হোসেন, মো: আলমগীর হোসেন এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই সভার মাধ্যমে মাসুদুজ্জামান মাসুদ কলাগাছিয়ার মানুষের মাঝে ব্যাপক জনসমর্থন অর্জন করেছেন এবং আগামী দিনের রাজনীতিতে তার শক্তিশালী অবস্থানের ইঙ্গিত দিয়েছেন।