কুতুবপুরের কংস নদীর শাখা খাল পরিষ্কারের আশ্বাস দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলম।
বুধবার (২৬ নভেম্বর) ফতুল্লা পাগলা রেল স্টেশন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি আশ্বাস দেন।
তিনি বলেন, এই এলাকার যে খালটির (কংস নদীর একটি শাখা) কারণে জলাবদ্ধতা হয়ে আছে, সেটি পরিষ্কারের জন্য অনেকেই অনুরোধ করেছেন। আমি কথা দিচ্ছি এই খালটি আপনাদের স্বার্থে পরিষ্কার করে দিব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জলাবদ্ধতার কারণে এই এলাকাসহ ফতুল্লা পৌঁষপুকুর পাড় পর্যন্ত মানুষ দুর্বিষহ জীবনযাপন করে। বিগত দিনে কয়েকবার হাজার হাজার কোটি টাকার প্রকল্প হয়েছে কিন্তু কোনটাই বাস্তবায়ন হয়নি। আমি কথা দিচ্ছি, সরকারের সহযোগিতায় আপনাদের পাশে নিয়ে এই জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করব।
মোহাম্মদ শাহ আলম বলেন, যদি আমি সংসদ সদস্য হতে পারি তাহলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধ করে দিব। সেটি সম্ভব হবে আপনাদের সহযোগিতায়। সুতরাং আমি আশাবাদী আপনারা আমাকে সহযোগিতা করবেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতু, কুতুবপুর ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জু প্রমুখ।
