নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান বলেছেন, “আজ তোমাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে সফল হওয়ার জন্য, এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনের জন্য। কিন্তু এই সফলতা কি আমাদের জীবনে স্বার্থকতা বয়ে এনেছে? সেটা ভাবা দরকার। অনেক ক্ষেত্রে আমরা সফল হই, কিন্তু স্বার্থক হই না।”
সোমবার (১১ আগস্ট) সকালে ফতুল্লার দেলপাড়া মীরকুঞ্জ পার্টি সেন্টারে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে ফতুল্লা থানার বিভিন্ন স্কুল-মাদ্রাসার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের জীবনে সফলতা আসে, কিন্তু আমরা কতোজন স্বার্থক হয়েছি? আমরা নিজের জন্য, পরিবার কিংবা সমাজের জন্য স্বার্থক হতে পারি না। কারণ আমরা আমাদের দায়িত্ব বোঝি না। কেন আমরা পৃথিবীতে এসেছি, আমাদের কাজ কী, এসব বিষয় আমরা ভাবি না।”
অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, “পৃথিবীতে প্রত্যেক মানুষ, প্রাণী ও অনু-পরমাণুর আলাদা একটি ভূমিকা আছে। আল্লাহ আমাদের প্রত্যেককে বিশেষ কোনো দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব বুঝে কাজ করতে হবে। আমরা অনেকেই ভালো ছাত্র, সফল ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ হয়েছি, কিন্তু ভালো মানুষ হওয়ার চেষ্টা কম।”
তিনি বলেন, “আমাদের মাঝে আলো ছড়ানোর মানসিকতা থাকতে হবে। আল্লাহ চান আমরা আলোর নূরকে কাজে লাগিয়ে ভালোবাসা দিয়ে মানুষকে আলোকিত করি, ঘৃণা বা অবজ্ঞা দিয়ে নয়। সফলতা পেতে হলে কৃতজ্ঞতা অর্জন করাটাও জরুরি।”
গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডা. রুমন রেজা, সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ আদর্শ বালিকা স্কুল ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ও নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূঁইয়া প্রমুখ।