নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় মাসুদুজ্জামান বলেন, “আমরা সব থেকে বেশি যে জিনিসটা অসুবিধা ভোগ করি, সেটি হলো যানজট, যা নারায়ণগঞ্জের মানুষের জন্য দীর্ঘদিনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। যানজট থেকে মুক্তি জরুরি মনে করে বিকেএমইএ, চেম্বার অব কমার্স ও মডেল গ্রুপের যৌথ উদ্যোগে ২০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। আজ জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব হস্তান্তর করা হলো।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি, এই উদ্যোগে যানজটের পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং নারায়ণগঞ্জের মানুষ এর সুফল পাবে। এরপর আরও নাগরিক সমস্যা রয়েছে, যেগুলো নিয়ে ব্যবসায়ী, সুশীল সমাজ, তরুণ ও নবীনদের সঙ্গে সমন্বয়ে কাজ করে সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবো।”
স্বেচ্ছাসেবকদের কাজ চলমান প্রক্রিয়া বলে উল্লেখ করে মাসুদুজ্জামান বলেন, “এখানে নাগরিকদেরও সচেতন হয়ে যানজট নিরসনে এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসক আমাদের বলেছেন, আমরা নারায়ণগঞ্জের মানুষ, তাই এই শহরের দায়িত্ব আমাদের নিতে হবে। ইতিমধ্যে খাল খনন করে প্রায় দুই হাজার ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে, কিন্তু অনেকেই এখনও খালে বর্জ্য ফেলে। তাই আমাদের নিজেদের সচেতনতা বাড়াতে হবে এবং শহরকে পরিবর্তন করতে হবে।”
তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, “আপনার শহর আপনি দায়িত্ব নেন, আমরা আপনার পাশে আছি।”
সভায় নারায়ণগঞ্জ চেম্বারের বর্তমান সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, এমরানুল হক মুন্না, মজিবুর রহমান, বিকাশ চন্দ্র সাহা, আহমেদুর রহমান তনু, বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক খন্দকার সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।