নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আড়াইহাজারে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। সোমবার সন্ধ্যায় উপজেলার জালাকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি অটো রিক্সা তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।
আটককৃতরা হলো কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের রুবেলের ছেলে হৃদয় (২২) ও আড়াইহাজার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জহিরুল ইসলাম (২৬)।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর এনায়েত হোসেন জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের জালাকান্দি এলাকায় তাদের আটক করে। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। সেই মামলায় তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।