নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ -৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের ভূঁইয়ারবাগ,জিউস পুকুর সংলগ্ন এলাকা, নন্দীপাড়া, গলাচিপা ও বঙ্গবন্ধু সড়কে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ কর্মসূচিতে মাসুদুজ্জামান সাধারণ মানুষের কাছে ধানের শীষের জন্য ভোট চান এবং তাদের হাতে লিফলেট তুলে দেন ও রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের অবহিত করেন পাশাপাশি খালেদা জিয়ার সুস্থতার জন্যও দোয়া চান।
গণসংযোগ শেষে মাসুদুজ্জামান বলেন, ঘরে ঘরে আমাদের ৩১ দফা পৌঁছে দিয়েছি। আগামীদিনে রাষ্ট্র কাঠামো হবে ৩১ দফার মাধ্যমে। জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে আমরা সে রাষ্ট্র গঠন করবো যে রাষ্ট্রের স্বপ্ন আপামর বাংলাদেশীরা দেখে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, হাজী ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিএনপি নেতা সরকার আলমসহ ১৪ নং ওয়ার্ড বিএনপিও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।
Leave a Reply