নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জে ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষ থেকে জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ খেলার মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুনের মাধ্যমে নির্যাতন করেছে। আজকে সকলকে বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা কী? সরকারকেও সেটি উপলব্ধি করতে হবে। একইসঙ্গে তারা যখন উপলব্ধি করবে যে, বাংলাদেশের মানুষ তাদের ওপর আস্থা রেখেছে, তখন গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে সরকারের মূল দায়িত্ব।”
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মহিউদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, এস. এম. আসলাম, ডি. এইচ. বাবুল, রওশন আলী, সেলিম মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া, খন্দকার আক্তার হোসেন, যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক তৈয়ব হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম বাদল এবং সাধারণ সম্পাদক জামান মির্জা প্রমুখ।