নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নিজস্ব প্রতিনিধি-
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার পরিচিতি সভা ও মানবাধিকার বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৯ নভেম্বর বিকেলে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন।
নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো : সাহিদুল ইসলাম টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতা’র সম্পাদক ও প্রকাশক এড. মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব সাঈদা সুলতানা, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এর পিপি এড. আবুল কালাম আজাদ জাকির।
নারায়নগঞ্জ জেলা কমিটি’র এড.মোঃ সাহিদুল ইসলাম টিটু’কে সভাপতি ও এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ কে সাধারণ সম্পাদক পদ ঘোষণা করে ৫১ সসদ্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
Leave a Reply