মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,

হাজীগঞ্জে সরকারি খাল ভরাট করে জলাবদ্ধকতার সৃষ্টি ; এলাকায় উত্তেজনা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নিজস্ব সংবাদ – নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন ও নাসিক ১১ নং ওয়ার্ড এলাকার হাজীগঞ্জে সাবেক রেলওয়ে ও বর্তমানে নাগিনা জোহা সড়কের সরকারি ( রেলওয়ের) খালটি কতিপয় ব্যক্তি বালু দিয়ে ভরাট করে এলাকায় জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। অসাধু ব্যক্তিদের এমন কাজে এলাকার জনগণ বাঁধা দিলেও তাঁরা বাঁধাকে উপেক্ষা করে বালু দিয়ে ভরাট করতে থাকায় এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে ফলে যে কোন সময় ঘটতে পারে অপ্রিতিকর ঘটনা। এমন তথ্য পাওয়া যায়।

ঘটনার বিষয়ে যানা যায় যে, হাজীগঞ্জ এলাকার চঞ্চল, নূর হোসেন ও ফকরুল ১৬ শতাংশ জমি বিক্রি করে মনির গং দের নিকট। উক্ত মনির গং জমি ক্রয় করে তার জমির সীমানা নির্ধারণ না করে নাগিনা জোহা সড়কের পাশে সরকারি(রেলওয়ে) খালটি বালু দিয়ে ভরাট শুরু করে দলখ করার চেষ্টা করছে । এর ফলে প্রায় ১ হাজারের উর্ধে পরিবারের পানি নিস্কাসনের চলাচলের গতি পথ বন্ধ হয়ে যায়। স্হানীয় এলাকার জনগণ পানি চলাচলের গতি পথ রেখে ও সরকারি জমি বাদ রেখে কাজ করতে বললে মনির গং এলাকাবাসীর কথা আমলে না নিয়ে তাদের ইচ্ছে মতো কাজ করে চলছে বলে এলাকাবাসীর অভিযোগ।

তাই বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি খাল রক্ষার দাবী জানান। সেই সাথে সুশীল সমাজের প্রতি পাশে দাড়ানোর আহবান জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।