বুধবার, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,

বন্দরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ এক নারী আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বন্দরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ এক নারীকে আটক করা হয়েছে।

রবিবার (১ জুন) দিনগত রাতে উপজেলার সোনাকান্দা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।আটককৃত নারীর হলেন একই এলাকার বাসিন্দা মোনা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নির্মূলে সোনাকান্দা এলাকায় একটি বাড়িতে মাদকের আস্তানায় অভিযান চালানো হয়। তবে অভিযানের বিষয় টের পেয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যায় মাদক ব্যবসায় জড়িত অভিযুক্ত মোহাম্মদ বাবুল হোসেন, মোহাম্মদ মোস্তফা ও রুবেল। তবে ঘটনাস্থল থেকে তাদের তিনজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরে মাদকের ওই আস্তানায় ব্যাপক তল্লাশি করে ২টি ইয়াবা ট্যাবলেট, ১০টি মদের বোতল, ১১টি দেশীয় অস্ত্র এবং ৮টি মোবাইল ফোন জব্দসহ মোনা নামে এক নারীকে আটক করা হয়। যিনি এই মাদকের আস্তানায় মাদক ব্যবসায় প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী এবং পলাতক তিনজন মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। অভিযান শেষে জব্দ মাদক দ্রব্য ও দেশীয় অস্ত্রগুলো আলামত হিসেবে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

অভিযানের বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গণমাধ্যকে বলেন, ‘এ ঘটনায় আটক নারী ও পলাতকদের বিরুদ্ধে মাদক এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটক নারীর বিরুদ্ধে এরআগে কোনো মামলা আছে কিনা সে বিষয়টি আমরা যাচাই বাছাই করছি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।