বৃহস্পতিবার, ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,

ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৮০ কেজি পলিথিন জব্দ ও জরিমানা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে এক প্রতিষ্ঠান থেকে ৮০ কেজি পলিথিন জব্দ ও ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ জুন) ফতুল্লার কুতুবপুর জালকুড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার নাজমূল হুদা, প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল মাহমুদ ।

পরিবেশ অধিদপ্তর জানায়, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বিধিমালা, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লংঘন ১৫ এর ৪(খ) মোতাবেক মিম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৮০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শনকারী, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।