বৃহস্পতিবার, ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,

দুই মামলায় জামিনে মুক্ত রিয়াদ চৌধুরী 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

ফতুল্লা থানা সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক  সাবেক  রিয়াদ মোহাম্মদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ।

রিয়াদ চৌধুরীর এক ঘনিষ্ঠ সুত্র জানায়, তার নামে মোট ২টি মামলা ছিলো। এর মধ্যে ২৯ মে বৃহস্পতিবার একটি মামলায় এবং ২ জুন আরেকটি মামলায় জামিন রায় ঘোষণা হয়।

প্রসঙ্গত, গত ১৫ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয় রিয়াদ চৌধুরী। একইদিন দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীরসই করা এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।